আজকের জোকস : ২১ আগস্ট, ২০২২
কৌতুক- তিন : যাতে পিঁপড়ায় না ধরে
ক্রেতা : ভাই, দোকানে চিনি আছে?
দোকানদার : এই যে বস্তাভর্তি চিনি, দেখেন না?
ক্রেতা : এখানে তো লবণ লেখা আছে! বুঝবো কী করে?
দোকানদার : আরে লবণ লিখে রাখছি, যাতে পিঁপড়ায় না ধরে!
***
শিক্ষক এবং বিল্লালের মধ্যে কথা হচ্ছে-
শিক্ষক : বল তো বিল্লাল, পৃথিবীতে মোট কয়টা দেশ?
বিল্লাল : একটা দেশ।
শিক্ষক : কিভাবে?
বিল্লাল : কারণ, বাকিগুলো তো সব বিদেশ!
বিজ্ঞাপন
***
পথে সমবয়সী দুই বন্ধুর দেখা। একবন্ধু আরেক বন্ধুকে ‘কাকা’ করে ডাকছে। একথা শুনে এক পথচারী থমকে দাঁড়ালেন।
পথচারী : এই ছেলে, ওই ছেলে কি সত্যিই তোমার কাকা?
১ম বন্ধু : না, আসলে ওর নাম কামরুজ্জামান কাদির, সংক্ষেপে কাকা ডাকি।
পথচারী : যাক বেঁচে গেলাম; আমি তোমাদের বন্ধু নই।
২য় বন্ধু : কেন?
পথচারী : কারণ আমার নাম জুলকার তানিম, তাহলে তোমরা আমাকে সংক্ষেপে ‘জুতা’ বলেই ডাকতে।