কৃপণের কলা কেনা

রাজা মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে-
রাজা মিয়া: কী ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
রাজা মিয়া: দুই টাকায় দেবে কি না বল?
বিক্রেতা: বলেন কী! কলার ছোকলার দামই তো দুই টাকা।
রাজা মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও!

***

বন্ধুর গায়ে হলুদ
বন্ধুর গায়ে হলুদে গিয়ে চেয়ারে বসে আছে রিমন। ব্যাপক আনন্দ ফূর্তি চলছে। কেউ কেউ নাচছে মিউজিকের তালে তালে। এমন সময় এক মেয়ে এসে বললো—
মেয়ে: নাচবেন নাকি?
বল্টু: কেন নয়! মেয়ে : তাহলে নাচতে থাকুন এখন। চেয়ারটা একজন মুরুব্বির জন্য দরকার।

***

জিরো সিনেমার হিরো
এক ঘটক বিয়ের প্রস্তাব নিয়ে গেল পাত্রীর বাসায়-
পাত্রী: ছেলে দেখতে কেমন?
ঘটক: পাত্র দেখতে একেবারে বলিউডের সিনেমার হিরোর মতো।
পাত্রী: বলেন কি? কোন সিনেমার হিরোর মতো?
ঘটক: ‘জিরো’ সিনেমার হিরোর মতো।