আজকের জোকস : ১৫ আগস্ট, ২০২২
হানিমুনের ছুটি নিতে হবে
কলেজের এক ছেলে এক মেয়েকে টিজ করার উদ্দেশে বলছে-
ছেলে : যাইবা নাকি কাজী অফিস?
মেয়ে : চল...
ছেলে : কই যামু?
মেয়ে : প্রিন্সিপ্যালের কাছে।
ছেলে : ওমাহ! আপু আপনের লগে কি একটু মশকরাও করা যাইব না?
মেয়ে : আরে পাগল, হানিমুনের ছুটি নিতে হবে না!
***
মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে
এক চোর চুরি করতে গেছে শহরের এক বাড়িতে। চোর ভেতরে ঢুকে দেখল শোকেসে লেখা আছে- ‘এই বাটন চাপলে দরজা খুলে যাবে’।
বিজ্ঞাপন
চোর মহানন্দে বাটন চাপলো। সঙ্গে সঙ্গে বেল বেজে উঠলো। চোর ধরা পড়লো।
পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় চোর বলল-
চোর : কী দিনকাল পড়লো! মানুষের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে।
***
ম্যানেজার : তুমি নাকি আলমারির চাবি আবারও হারিয়েছ?
কেরানি : জ্বি স্যার।
ম্যানেজার : তুমি চাবি হারাও বলেই তোমাকে এবার দু’টো চাবিই দিয়েছিলাম।
কেরানি : দু’টো চাবি হারায়নি স্যার। একটি হারিয়েছে, আরেকটা আমি আগেই বুদ্ধি করে আলমারিতে ঢুকিয়ে রেখেছি।