গভীর রাতে বাবু আর ডাবু নামের দুই মাতাল রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছে-
বাবু: হায় খোদা! জীবনে এত বড় লম্বা সিঁড়ি আর টপকাইনি। শেষই হচ্ছে না...
ডাবু: আরে সিঁড়ির কথা বাদ দে! আমি চিন্তা করতেছি রেলিংগুলা এত নিচে দিলো ক্যান? কত ঝুঁকতেছি মাগার হাতে নাগালই পাই না!

****

স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না-
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-সদকা করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়

***

শূন্যের কোনো দাম নেই
শিক্ষক: অঙ্কে ফেল করলি কেন? হতভাগা, দশ আর দশে যোগ করলে কী হয়? আর শূন্যটি বাদ দিলি কেন?
ছাত্র: স্যার, আপনি তো বলেছেন, শূন্যের কোনো দাম নেই। যে জিনিসের দাম নেই, সে জিনিস লিখে লাভ কী?
শিক্ষক: ইতিহাসেও তো ফেল করলি। একটি প্রশ্নেরও উত্তর দিসনি, কেন?
ছাত্র: কী করে দেব স্যার, সব ৫০০ বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন? তখন কি আমার জন্ম হয়েছিল?

****

বাসায় চিনি না থাকলে যা করবেন

এক পাগলের বাসায় থাকে এক তরুণী। একদিন পাগল তাদের বাসায় কলিং বেল চাপল। তরুণী দরজা খুলল—
পাগল: আপনাদের বাসায় কি চিনি আছে?
তরুণী: হ্যাঁ, আছে।
পাগল: ও! না মানে। বলছিলাম, চিনি না থাকলে আমাদের বাসায় এসে চাইতে পারেন। আমাদের বাসায়ও চিনি আছে।