আজকের জোকস : ১০ আগস্ট, ২০২২
দেয়াল থাকার উপকারিতা
বাসে শফিকের পাশেই বসেছে এক মেয়ে। আহ্লাদে গদগদ হয়ে বললো—
শফিক: আপনি দেখতে খুব সুন্দর।
মেয়ে: ধন্যবাদ।
শফিক: ইশ্। আপনার আর আমার মাঝে যদি একটা কিছু থাকত।
মেয়ে: হু, আমিও তাই ভাবছি।
শফিক: কী থাকার কথা ভাবছেন, বলুন তো?
মেয়ে: একটা দেয়াল।
****
বিজ্ঞাপন
আলাদা প্রতীক কেন
এক লোক অন্য একজনকে জিজ্ঞাসা করছে—
১ম ব্যক্তি: বলুন তো, ভোটপ্রার্থীরা সব সময় আলাদা আলাদা প্রতীক নেন কেন?
২য় ব্যক্তি: কারণ তারা কখনো একমত হতে পারেন না!
***
ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও
একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বললো
ভদ্রলোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।
ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।
****
কৃপণের দান
এক লোক এলাকায় ভীষণ কৃপণ বলে পরিচিত। তারপরও তার কাছে গিয়ে কিছু দান করতে বললো অনাথ আশ্রমের দু’জন লোক। লোকটি তাদের বললো—
কৃপণ: আচ্ছা যান, আগামীকাল আমি পাঠিয়ে দেব।
পরদিন লোকটি রাস্তা থেকে ধরে এনে কয়েকটা অনাথ বালককে আশ্রমে পাঠিয়ে দিল।