আজকের জোকস : ৭ আগস্ট, ২০২২
প্রেমিকার সিঙাড়ার আলু
বল্টু: মিলি কি খাচ্ছো?
মিলি: দেখতেই তো পারছো, সিঙাড়া খাচ্ছি।
বল্টু: উফ! কী হট!
মিলি: সিঙাড়া তো হটই খায়।
বল্টু: আমি কি তোমার সিঙাড়ার আলু হতে পারি।
মিলি: আমি তো আলু ফেলে দিয়ে সিঙাড়া খাই।
****
বিজ্ঞাপন
এক লোকের দাঁত পোকায় খেয়ে ফেলছে! সে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললো—
ডাক্তার: আজ থেকে চার দিন সকাল-সন্ধ্যা দুধ ও বিস্কুট খাবেন। ৫ম দিন শুধু দুধ খাবেন। তাহলে পোকা অবশ্যই বের হয়ে যাবে শতভাগ গ্যারান্টি!
তারপর লোকটি চার দিন সকাল-সন্ধ্যা দুধ ও বিস্কুট খেল। ৫ম দিন শুধু দুধ খেল। এরপরই দাঁত থেকে পোকা বের হয়ে বললো—
পোকা: আজকে কি বিস্কুট নাই?
***
মাটি কত দূর
জাহাজে চড়ে বনভোজনে যাচ্ছিল একদল লোক। এমন সময় জাহাজ ডুবতে শুরু করল। এক কুস্তিগীর জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করল—
কুস্তিগীর: এখান থেকে মাটি কত দূর?
ক্যাপ্টেন: দুই কিলোমিটার।
কুস্তিগীর: হাহ্! দুই কিলোমিটার তো আমি এক নিমেষে সাঁতরে পার হতে পারি, বলেই পানিতে ঝাঁপিয়ে পড়লো।
ক্যাপ্টেন: কোথায় যাচ্ছেন আপনি?
কুস্তিগীর: আপনি বলুন কোন দিকে যাব?
ক্যাপ্টেন: নিচের দিকে!