আজকের জোকস : ৩ আগস্ট, ২০২২
মাটি কতদূর
জাহাজে চড়ে বনভোজনে যাচ্ছিল একদল লোক। এমন সময় জাহাজ ডুবতে শুরু করল। এক কুস্তিগীর জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে জিজ্ঞেস করল—
কুস্তিগীর: এখান থেকে মাটি কতদূর?
ক্যাপ্টেন: দুই কিলোমিটার।
কুস্তিগীর: হাহ্! দুই কিলোমিটার তো আমি এক নিমেষে সাঁতরে পার হতে পারি, বলেই পানিতে ঝাঁপিয়ে পড়লো।
ক্যাপ্টেন: কোথায় যাচ্ছেন আপনি?
কুস্তিগীর: আপনি বলুন কোন দিকে যাব?
ক্যাপ্টেন: নিচের দিকে!
****
বিজ্ঞাপন
কাজ না করার শাস্তি
এক ইঁচড়ে পাকা ছাত্র স্যারের কাছে জানতে চাইলো—
ছাত্র: স্যার, আমি যে কাজটা করিনি, তার জন্য কি শাস্তি পাব?
শিক্ষক: কখনোই না। যেটা তুমি করোনি, তার জন্য কেন শাস্তি পাবে।
ছাত্র: স্যার, গতকাল আমাকে যে পড়া আর হোমওয়ার্ক দিয়েছিলেন, সেটা আমি করিনি। আশা করছি, আপনি কথা রাখবেন।
****
হাঁস শিকারে তিন চিকিৎসক
তিন চিকিৎসক বন্ধু গেছেন হাঁস শিকারে। তাদের মধ্যে শিশুরোগ বিশেষজ্ঞ বললেন—
শিশুরোগ বিশেষজ্ঞ: হুম, দেখতে হাঁসের মতোই লাগছে, হাঁসের মতোই ডাকে, হাঁসের মতো ওড়ে। ওটা একটা হাঁসই হবে। তিনি গুলি ছুড়লেন, ততক্ষণে পাখিটা চলে গেছে অনেক দূর।
মেডিসিন বিশেষজ্ঞ তার বইটা বের করে হাঁসের ছবি দেখলেন। হাঁসের বৈশিষ্ট্যগুলোতে একবার চোখ বুলালেন। তারপর বললেন—
মেডিসিন বিশেষজ্ঞ: হুম। ওটা একটা হাঁস। তিনিও গুলি ছুড়লেন। কিন্তু এবারও পাখি ততক্ষণে নাগালের বাইরে চলে গেছে।
শল্যচিকিৎসক গুলি ছুড়লেন। ধপ করে নিচে পড়ল পাখিটা। তিনি বললেন—
শল্যচিকিৎসক: কাছে গিয়ে দেখো তো, ওটা একটা হাঁস কি না!’