আজকের জোকস : ২৩ জুলাই, ২০২২
শূন্যের কোনো দাম নেই
শিক্ষক: অঙ্কে ফেল করলি কেন? হতভাগা, দশ আর দশে যোগ করলে কী হয়? আর শূন্যটি বাদ দিলি কেন?
ছাত্র: স্যার, আপনি তো বলেছেন, শূন্যের কোনো দাম নেই। যে জিনিসের দাম নেই, সে জিনিস লিখে লাভ কী?
শিক্ষক: ইতিহাসেও তো ফেল করলি। একটি প্রশ্নেরও উত্তর দিসনি, কেন?
ছাত্র: কী করে দেব স্যার, সব ৫০০ বছর আগের ঘটনা নিয়ে প্রশ্ন? তখন কি আমার জন্ম হয়েছিল?
****
বিজ্ঞাপন
বাসায় চিনি না থাকলে যা করবেন
এক পাগলের বাসায় থাকে এক তরুণী। একদিন পাগল তাদের বাসায় কলিং বেল চাপল। তরুণী দরজা খুলল—
পাগল: আপনাদের বাসায় কি চিনি আছে?
তরুণী: হ্যাঁ, আছে।
পাগল: ও! না মানে। বলছিলাম, চিনি না থাকলে আমাদের বাসায় এসে চাইতে পারেন। আমাদের বাসায়ও চিনি আছে।
****
লাই দিয়ে মাথায় তোলা
স্ত্রী: ছেলেটাকে লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলেছ। সেই খেয়াল আছে?
স্বামী: কই নাতো! কী বলছ এসব?
ছেলে: ডিস্টার্ব কইর না। ফেসবুকে অতি গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস দিচ্ছি।
****
জামদানি ৮ টাকা
এক লোকের স্ত্রী বেড়াতে এসে এক জায়গায় একটা সাইনবোর্ড দেখল। তাতে লেখা, ‘বিশাল মূল্য ছাড়। সিল্কের শাড়ি ১০ টাকা, জামদানি ৮ টাকা ও সুতি শাড়ি ৫ টাকা।’ এটা দেখে সে তার স্বামীকে বললো—
স্ত্রী: দেখো, কী বিশাল ডিসকাউন্ট, অবিশ্বাস্য। এখনই আমাকে ৩০০ টাকা দাও। ইচ্ছেমতো শাড়ি কিনে আনি।
স্বামী: এতো উত্তেজিত হওয়ার কিছু নেই। ওটা লন্ড্রির দোকান।