প্রতীকী ছবি

রিয়েল মাদ্রিদের কোচ
মেডিকেল কলেজে পড়াচ্ছেন প্রফেসর-
প্রফেসর : মনে করো, কেউ প্রচণ্ড অস্থির। একবার বসে, আবার দাঁড়ায়, কী করবে বুঝে পায় না। মাঝেমধ্যে চিৎকার, চেঁচামেচি, লম্ফঝম্পও করে। এমন অসুস্থতার লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে তোমাদের কী ধারণা হবে?
এক ছাত্র : তিনি এল ক্লাসিকোতে রিয়েল মাদ্রিদের কোচ!

***

উত্তর তো একই হবে
ছেলে : আব্বা অংক স্যার আমারে মারছে।
বাবা : ক্যান। কি করছস?
ছেলে : স্যার জিজ্ঞেস করছিল ৩+২= কত?
বাবা : পারস নাই?
ছেলে : আমি বলছি ৫।
বাবা : তারপরে?
ছেলে : স্যার বলেছেন ২+৩= কত?
বাবা : ওইটার উত্তরও তো একই হবে রে গাধা।
ছেলে : আরে আমিও তো স্যারকে এই কথাই বললাম। এরপরেও স্যার মাইর দিলেন।


***

সুন্দরী নার্সের প্রেমে পড়ে গেল
আবুল হাসপাতালের এক সুন্দরী নার্সের প্রেমে পড়ে গেল। সে নার্সকে প্রেমের প্রস্তাব জানিয়ে একটা প্রেমপত্র লিখল। ওই প্রেমপত্রে কি লেখা ছিল জানেন?
লেখা ছিলো ‘আই লাভ ইউ সিস্টার!’

***

তোমরা কয় ভাই-বোন
বল্টু বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছে! তো, বল্টু আর মেয়ে আলাদা ঘরে একা। কি কথা বলবে? বল্টু অনেক চিন্তা করে বলল-
বল্টু : আপু, তোমরা কয় ভাই-বোন?
মেয়ে : কেন জানেন না? আগে ৪ ভাই-বোন ছিলাম! এখন আপনাকেসহ ৫ ভাই-বোন!