আজকের জোকস : ১৭ জুলাই, ২০২২
সমুদ্রের পানি লবণাক্ত কেন
কলেজে বিজ্ঞান ক্লাস চলছে-
শিক্ষক : পল্টু দাঁড়াও। বলো দেখি, সমুদ্রের পানি লবণাক্ত কেন?
পল্টু : সে বহুকাল আগের কথা। বিশাল এক জাহাজভর্তি লবণ যাচ্ছিল সমুদ্র দিয়ে। এমন সময় প্রচণ্ড ঝড়ে জাহাজটা ডুবে গেলো। আর এতেই সমুদ্রের পানি লবণাক্ত হয়ে গেছে।
***
বিজ্ঞাপন
আমি দেখতে মুরগির মতো
ছাত্র : ম্যাডাম আপনি কি মুরগি?
ম্যাডাম : এই দুষ্টু ছেলে, আমি কি দেখতে মুরগির মতো নাকি? এসব ফালতু কথা কেন বলছো!
ছাত্র : আপনি কেন তাহলে প্রতিদিন আমার খাতায় ডিম দেন?
****
আমার মেয়েকে ভুলে যা
নায়িকার বাবা নায়কের দিকে বন্দুক তাক করে বলল-
বাবা : এখনো সময় আছে, আমার মেয়েকে তুই ভুলে যা!
নায়ক : চৌধুরী সাহেব, জান চলে যাবে, তবু আমি আপনার মেয়েকে ভুলবো না।
নায়িকার বাবা রেগে ঠুস করে নায়ককে গুলি করে। কিন্তু একি! গুলি তো নায়কের বুকে না লেগে নায়িকার বাবার বুকে লাগল! নায়িকার মা চিৎকার করতে করতে নায়িকার বাবার কাছে দৌড়ে এলো। তারপর কাঁদতে কাঁদতে বলল-
মা : কতবার বলেছি, চাইনিজ বন্দুক কিনো না। কোন দিক দিয়া গুলি বের হবে, কেউ জানে না!
****
মস্ত বিপদে পড়েছি
আলমাস শিক্ষকের কাছে অঙ্ক শিখতে গেছে-
আলমাস : স্যার, আমি পঞ্চান্ন কীভাবে লিখব?
শিক্ষক : দুইটা পাঁচ পাশাপাশি লিখলেই পঞ্চান্ন হয়।
কিছুক্ষণ পর শিক্ষক দেখলেন, আলমাস একটা পাঁচ লিখে বসে আছে।
শিক্ষক : কী হলো, আলমাস?
আলমাস : মস্ত বিপদে পড়েছি। আরেকটা পাঁচ কোন পাশে বসাবো বুঝতে পারছি না।