দাঁত সোনার মতো হলুদ
পল্টু : কিরে মন খারাপ ক্যান?
বিট্টু : বউ রাগ করেছে!
পল্টু : আবার কি করেছিস?
বিট্টু : ওকে খুশি করার জন্য একটু প্রশংসা করেছিলাম শুধু!
পল্টু : কি প্রশংসা করেছিস?
বিট্টু : শুধু বলেছিলাম, তোমার মুখমণ্ডল হীরের মতো উজ্জ্বল আর তোমার দাঁত সোনার মতো হলুদ! তবুও রাগ করলো!

***
কুকুরের সঙ্গে তুলনা
প্রেমিকা : আমার কোলে এটা কে বলো তো?
প্রেমিক : কুকুর।
প্রেমিকা : কি! এটা কুকুর না। এর নাম এলিয়েথ। কি কিউট তাই না?
প্রেমিক : ও, হুম!

২ মিনিট পর
প্রেমিকা : এই, আজ তো বললে না, আমাকে কেমন লাগছে?
প্রেমিক : ঠিক এলিয়েথের মত লাগছে।
প্রেমিকা : তুমি আমাকে এই কুকুরের সঙ্গে তুলনা করলা?
প্রেমিক : এটা কুকুর না। এর নাম এলিয়েথ। কি কিউট তাই না!

****

কত অলস প্রাণী
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-
১ম বন্ধু : দেখেছিস, শামুক কত অলস প্রাণী। তিন ঘণ্টা ধরে দেখছি মাত্র দুই ইঞ্চি এগিয়েছে।
২য় বন্ধু : আর তুই বা কম কিসে। তিন ঘণ্টা ধরে একই জায়গায় একইভাবে বসে শামুকটাকে দেখছিস।