আজকের জোকস : ১৪ জুলাই, ২০২২
অনেক কিছু চেনে না
মন্টু একটি জাদুঘরে দর্শনার্থীদের গাইডের চাকরি পেয়েছে। কিন্তু সমস্যা হলো, দর্শনার্থীদের সবকিছু চিনিয়ে দেবে কী, বেচারা নিজেই অনেক কিছু চেনে না!
একবার বিদেশি কিছু দর্শনার্থী এল। দর্শনার্থীদের জাদুঘর ঘুরে দেখাতে দেখাতে মন্টু এক সময় হাজির হলো একটি কঙ্কালের সামনে। হাসিমুখে মন্টু বলল-
মন্টু : এই যে কঙ্কালটা দেখছেন, এটা সম্রাট অরহরের! জিঞ্জিরাবাজার যুদ্ধে তিনি শহীদ হন!
বিজ্ঞাপন
এক দর্শনার্থী পায়ে পায়ে গিয়ে দাঁড়ালেন অন্য একটা ছোট কঙ্কালের সামনে। মন্টুকে জিজ্ঞেস করলেন-
দর্শনার্থী : এটা কার কঙ্কাল?
মন্টু : এটাও সম্রাট অরহরের কঙ্কাল। তবে এ সময় তিনি ছোট ছিলেন!
***
অবস্থান পরিবর্তন
স্ত্রী স্বামীকে বলছে-
স্ত্রী : চল, আজকে আমরা অবস্থান পরিবর্তন করি।
স্বামী : ঠিক আছে, খুব ভালো হয় তাহলে। প্রতিদিন এক রকম ভালো লাগে না। বোর হয়ে গেছি।
স্ত্রী : আচ্ছা, তাহলে তুমি রান্না ঘরে যাও। রান্না কর আর প্লেটগুলো ধুয়ে ফেল। আমি ড্রইং রুমে বসে টিভি দেখি!
****
হাতের কাছে লাঠিসোটা
এক ক্রিকেট ভিজিটিং টিম গ্রামে গিয়েছিল সেখানকার লোকদের আয়োজনে ক্রিকেট খেলা দেখতে। সেখানে গিয়ে তারা দেখে, কোনো স্কোর বোর্ডের ব্যবস্থা নেই। টিমের লোকজন তখন গ্রাম্য আয়োজকদের জিজ্ঞেস করল-
টিম : আপনারা কোনো স্কোর বোর্ড রাখেননি, তাহলে খেলার হিসেব রাখেন কী করে?
আয়োজক : দুই দলই মনে মনে হিসেব রাখে। তারপরও যদি দু-একদিন মতান্তর হয়, তখন হাতের কাছে লাঠিসোটা যা কিছু পায়, তাই নিয়ে মাঠে নেমে একটা মীমাংসা করে ফেলে!
****
ভুল নম্বরে ফোন
মেয়ে : কেমন আছো জানু? তুমি আমার কথাই ভাবছো তাই না? ভাবলাম তোমার সাথে একটু কথা বলি।
ছেলে : আহা! কতো পিরিতি? আর সকালে যে ঝগড়া করে গেলে সেইটা কী? এতো যখন ভালবাসো তাহলে ঝগড়া কেন করো?
মেয়ে : সরি, ভুল নম্বরে ফোন করে ফেলছি।