আজকের জোকস : ১৩ জুলাই, ২০২২
সবচেয়ে কাছের বন্ধু
অফিসের বস ইন্টারভিউ নিচ্ছেন। একজনকে জিজ্ঞাসা করলেন—
বস: বলুন তো, কে আপনার সবচেয়ে কাছের বন্ধু? যে আপনাকে কখনো জেলখানায় আটক হতে দেবে না সে, নাকি আপনি কখনো আটক হলে যথাসাধ্য চেষ্টা করে আপনাকে ছাড়িয়ে আনবে সে?
ক্যান্ডিডেট: দুজনের কেউই না। সবচেয়ে কাছের বন্ধু সে যে, জেলখানায় আপনার পাশে বসে থাকবে, আর বলবে, খুব মজা হইছিল, নারে দোস্ত!
****
বিজ্ঞাপন
স্যুপের মধ্যে একটা মাছি
রেস্তোরাঁয় খেতে গেছে বাবলু। বেয়ারাকে ডেকে বলছে—
বাবলু: বেয়ারা, এখানে এসো। কী করো তোমরা? দেখছ না, স্যুপের মধ্যে একটা মাছি পড়ে হাবুডুবু খাচ্ছে?
বেয়ারা: তো আমি এখন কী করব? উদ্ধারকর্মীদের খবর দেব?
***
দৌড় প্রতিযোগিতা
পাপ্পুর হাতে আইফোন দেখে তার বান্ধবী বললো—
বান্ধবী: কী সুন্দর মোবাইল! কত দিয়ে কিনলে?
পাপ্পু: দৌড় প্রতিযোগিতায় জিতেছি।
বান্ধবী: ওয়াও! কতজন দৌড়েছিল?
পাপ্পু: তিনজন পুলিশ, এক মোবাইল ফোন ব্যবসায়ী আর আমি।
****
সব দোষ ধোপার
স্বামী: লণ্ড্রীতে কাচার পর নতুন কেনা পাঞ্জাবীটা কেমন ছোট হয়ে গেছে দেখছ? কিছুতেই মাথা গলাতে পারছি না।
স্ত্রী: কই দেখি? ওমা জামা তো ঠিকই আছে, তুমি আসলে হাতার মধ্যে দিয়ে মাথা গলাবার চেষ্টা করছ।
****
ঝলসানো মুরগি
ক্লাসে বেশ কিছু জাতের মুরগির ছবি দেখিয়ে শিক্ষক বললেন—
শিক্ষক: পল্টু, তোমার কোন ধরনের মুরগি পছন্দ?
পল্টু: ঝলসানো মুরগি স্যার!