আজকের জোকস : ৪ জুলাই, ২০২২
কুদ্দুস চাচার খুব অসুখ। তার বন্ধু চিকিৎসক। তিনি অপারেশন করেছেন। কিছুদিন পর-
চিকিৎসক : বন্ধু আমিতো ভুলে তোমার পেটে একটা কাচি ফেলে এসেছি। তুমি অনুমতি দিলে অপারেশন করে বের করি।
চাচা অনুমতি দিলে অপারেশনের কিছুদিন পর-
চিকিৎসক : বন্ধু আমি ভুলে তোমার পেটে একটা চিমটা ফেলে এসেছি। তুমি অনুমতি দিলে অপারেশন করে বের করি।
বিজ্ঞাপন
চাচা এবারও অনুমতি দিলে অপারেশনের কিছুদিন পর-
চিকিৎসক : বন্ধু আমি ভুলে তোমার পেটে একটা গজ ফেলে এসেছি। তুমি অনুমতি দিলে অপারেশন করে বের করি।
কুদ্দুস চাচা : তুমি হইলা আমার বন্ধু মানুছ। তুমারে তো না করবার পারি না। মাগার এইবার আমার ভি একখান ছরতো আছে। তুমি কাটো ছিড়ো যাই করো। মাগার ছিলাই করবার পারবা না। পেটে একখান চেইন লাগায়া দিবা। এরপর হাত্তি-ঘোড়া যাই রাইখা আহো, খালি চেইন খুলবা আর বাইর করবা।
****
বাড়িওয়ালা : টুলেট সাইনবোর্ডে লিখে দিলেন যে, ছেলেমেয়ে নেই এমন পরিবারকে ঘড় ভাড়া দেওয়া হবে।
ছোট্ট ছেলে সাকিব : এই যে আঙ্কেল, আমি আপনার ঘড় ভাড়া নিতে চাই। আমার কোন ছেলেমেয়ে নাই। আমার সঙ্গে আমার বাবা মা থাকবেন।
*****
এক লোক জঙ্গলে দরবেশ বাবার কাছে গিয়ে বলল, ‘বাবা আমার বউ আমাকে বড্ড জ্বালায়। কোনো উপায় বলুন।’
দরবেশ বাবা রেগে বললেন, বউয়ের জ্বালাতন থেকে বাঁচার উপায় থাকলে আমি কি আর জঙ্গলে এসে দরবেশ সাজি?
*****
ম্যাডাম : তিতুমির কে চিনো?
বল্টু : না ম্যাডাম,চিনিনা।
ম্যাডাম : তোমার পড়াশুনায় মনোযোগ দাও,তাহলেই চিনতে পারবে।
বল্টু : আপনি কি সুমি আন্টিকে চেনেন?
ম্যাডাম : না, চিনিনা
বল্টু : আপনার জামাইয়ের উপর মনোযোগ দেন, তাহলেই চিনতে পারবেন।