চাকরি ছেড়ে দেয়ার ভয়
বন্ধু : এ তোমার কী যুক্তি? অবিবাহিত লোক না নিয়ে তুমি কেবল বিবাহিত কর্মচারী রাখতে চাও কেন?
বড়কর্তা : বুঝলেন বিবাহিত লোকগুলো বাড়িতে অষ্টপ্রহর বকুনি খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গেছে যে, আমি বকলেও তারা আর কিছু মনে করে না। চাকরি ছেড়ে দেয়ার ভয়ও দেখায় না।

****

ঠান্ডা হয়ে গেলে
বল্টু তার বউকে নিয়ে কফিশপে গেছে-
বল্টু : কফিটা তাড়াতাড়ি শেষ করো, ঠান্ডা হয়ে যাচ্ছে।
বউ : হোক, সমস্যা কী?
বল্টু : আরে বোকা, মূল্যতালিকা দেখ। হট কফি ২০ টাকা, কোল্ড কফি ৫০ টাকা। ঠান্ডা হয়ে গেলেই অযথা ৩০ টাকা বেশি দিতে হবে

***

বউয়ের অনেক দুঃখ
আবুলকে কাঁদতে দেখে পল্টু এগিয়ে গিয়ে বললো-
পল্টু : কিরে আবুল কাঁদছিস কেন?
আবুল : বউয়ের দুঃখে!
পল্টু : কেন? কী হয়েছে?
আবুল : জানো, পল্টু আমার বউয়ের না অনেক দুঃখ। সে না আমার উপর রাগ করে বাপের বাড়ি যেতে পারে না।
পল্টু : কেন পারে না?
আবুল : আমি যে ঘরজামাই।