আজকের জোকস : ২২ জুন, ২০২২
এক্সট্রা ক্লাস ঈদের পরের দিন
মেয়ে: মা, আমার ঈদের পরের দিন এক্সট্রা ক্লাস আছে।
মা: ঈদের পরের দিন কীসের ক্লাস?
মেয়ে: (ক্যামিস্ট্রি) রসায়ন ক্লাস, মা!
মা: তোর বাবা আর আমিও ভালো রসায়ন পারি!
মেয়ে: কই মা, আগে তো বলোনি?
মা: ক্যমিস্ট্রির এক্সটা ক্লাস করতে গিয়েই তো তুই হয়েছিস...
বিজ্ঞাপন
****
প্রেমিকার বিয়ে হলে প্রেমিক কী করবে?
এক প্রেমিকা তার প্রেমিককে জিজ্ঞাসা করলো–
প্রেমিকা: আচ্ছা অন্য কারো সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে তুমি কী করবে?
প্রেমিক: ভুলে যাবো।
প্রেমিকের উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো। প্রেমিক আবার বলল–
প্রেমিক: তুমিও আমাকে ভুলে যাবে, এটা সবচেয়ে বড় কথা। আমি যত দ্রুত তোমাকে ভুলে যাবো, তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে...
***
বানান ভুলের পরিণাম
ক্লাসে শিক্ষক তার ছাত্রদের ইংরেজি পড়াচ্ছেন, হঠাৎ এক ছাত্র জিজ্ঞেস করল—
ছাত্র: আচ্ছা স্যার, ‘নাটুরে’ মানে কী?
শিক্ষক: আচ্ছা, তোর ‘নাটুরে’র বানানটা কী হবে বল তো?
ছাত্র: স্যার ‘NATURE’।
শিক্ষক: ওরে গাধা, ওটা নাটুরে না। ওটা হবে ‘ন্যাচার’ মানে প্রকৃতি। বের হয়ে যা আমার ক্লাস থেকে, আজই তোকে টিসি দিয়ে দেব।
ছাত্র: স্যার, প্লিজ প্লিজ এমন করবেন না। তাহলে আমার ‘ফুটুরে’ নষ্ট হয়ে যাবে।