আজকের জোকস : ১৩ জুন, ২০২২
এক কৃপণ গেছে চিরুনি কিনতে।
কৃপণ : ভাই, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গেছে।
দোকানদার : একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
কৃপণ : নারে ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!
****
বিজ্ঞাপন
ঘটক : আপনার ছেলের জন্য খুব মিষ্টি একটা মেয়ে পেয়েছি।
অভিভাবক : তাহলে তো ওই মেয়েতে আমাদের হবে না।
ঘটক : কেন হবে না?
অভিভাবক : আমাদের ছেলের ডায়াবেটিস আছে তো।
***
ম্যাডাম : তিতুমির কে চিনো?
বল্টু : না ম্যাডাম,চিনিনা।
ম্যাডাম : তোমার পড়াশুনায় মনোযোগ দাও,তাহলেই চিনতে পারবে।
বল্টু : আপনি কি সুমি আন্টিকে চেনেন?
ম্যাডাম : না, চিনিনা
বল্টু : আপনার জামাইয়ের উপর মনোযোগ দেন, তাহলেই চিনতে পারবেন।
*****
শিক্ষক : বাংলায় মাত্র একুশ পেয়েও হাসতেছিস তোর লজ্জা করে না?
ছাত্র : স্যার, আমি গর্ববোধ করছি।
শিক্ষকঃ ওরে গাধা, পিটিয়ে আজ তোকে মেরে ফেলবো।
ছাত্র : কেন স্যার! গতকালই না আপনি বললেন একুশ নিয়ে আমাদের গর্ব ও অহংকার করা উচিত।