আজকের জোকস : ১১ জুন, ২০২২
চেহারা দেখে তো মনে হয়
এক পাগল এক চাইনিজকে জিজ্ঞেস করছে-
পাগল : তুমি কি আমেরিকান?
চাইনিজ : না… আমি চাইনিজ।
পাগল : তুমি আমেরিকান না?
চাইনিজ : না, আমি চাইনিজ।
পাগল : মিথ্যা বলছ, তুমি অবশ্যই আমেরিকান।
চাইনিজ : হ্যাঁ বাবা। আমি আমেরিকান। খুশি?
পাগল : কিন্তু চেহারা দেখে তো মনে হয় তুমি চাইনিজ।
****
বিজ্ঞাপন
রিমোটটা নিয়ে আয়
১ম মাতাল : আচ্ছা, কম্পিউটার চালু করে কেমনে?
২য় মাতাল : তুই জানিস না!
১ম মাতাল : না।
২য় মাতাল : হা হা হা… এ জন্যই মানুষ তোরে পাগল বলে…
১ম মাতাল : তুই জানলে বল না!
২য় মাতাল : যা রিমোটটা নিয়ে আয়। আমি চালু কইরা দিতাছি।
***
অলংকার কিনে দিয়েছ
স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—
স্ত্রী : কাল রাতে একটি স্বপ্ন দেখেছি।
স্বামী : কী স্বপ্ন দেখলে?
স্ত্রী : দেখলাম, তুমি আমাকে বেশ কিছু হীরার অলংকার কিনে দিয়েছ!
স্বামী : আরে, আমিও তো একই রকম স্বপ্ন দেখেছি!
স্ত্রী : কী দেখেছ, তুমি?
স্বামী : আমি দেখেছি, তোমাকে অলংকারগুলো কিনে দেওয়ার সময় আমাদের সঙ্গে তোমার বাবাও ছিলেন। আর অলংকারগুলোর পুরো টাকাই তো তোমার বাবা দিয়ে দিলেন।