আজকের জোকস : ৮ জুন, ২০২২
মাতাল হলেও তাল ঠিক রাখুন
বউ তার মাতাল স্বামীকে শোধরানোর জন্য কালো কাপড় পরে বাসার বাইরে দাড়িয়ে পরল—
স্বামী: তুমি কে?
বউ: পেতনী।
স্বামী: হাত মিলাও, আমি তোমার বোনের স্বামী।
***
ডাক্তার থেকে দূরে থাকবেন যেভাবে
ছেলে: বাবা, প্রতিদিন একটা আপেল খেলে নাকি ডাক্তার থেকে দূরে থাকা যায়?
বাবা: হুমম, যায় তো।
ছেলে: তাহলে একটা আপেল দাও তো।
বাবা: তুই না আপেল খেতে চাস না! আজ কী হলো হঠাৎ?
ছেলে: ডাক্তার আঙ্কেলের গাড়ির জানালার কাচ ভেঙে ফেলেছি তো!
বিজ্ঞাপন
****
স্বামীর গালে থাপ্পড়
স্ত্রী থাপ্পড় দিয়ে স্বামীর গালে বসে থাকা একটা মশা মারলো। স্বামী রেগে গিয়ে—
স্বামী: কি ব্যাপার থাপ্পড় মারলে কেনো?
স্ত্রী: আমি বেচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে। এইটা আমার পছন্দ না।