আজকের জোকস : ১ জুন, ২০২২
কঠিন স্বভাবের ম্যানেজার
এক কোম্পানিতে নতুন ম্যানেজার যোগ দিয়েছেন। তিনি অনেক কড়া আর কঠিন স্বভাবের। তাই ঠিক করলেন সেটা প্রথমেই সবাইকে বুঝিয়ে দিবেন। যে সব ফাঁকিবাজ কর্মী আছে তাদের বিদায় করে দিবেন।
প্রথম দিনে তিনি ঘুরতে বের হলেন। তিনি দেখলেন কারখানায় সবাই কাজ করছে আর এক লোক দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি ভাবলেন এটাই সুযোগ সবাইকে বুঝিয়ে দেয়ার যে তিনি কত কঠোর আর শুধু কাজ বোঝেন।
বিজ্ঞাপন
তিনি গিয়ে জিজ্ঞেস করলেন-
ম্যানেজার : তুমি মাসে কত বেতন পাও?
লোকটা : ৬ হাজার টাকা।
তিনি লোকটিকে ১ হাজার ৫শ’ টাকা দিয়ে চিৎকার করে বললেন-
ম্যানেজার : এই নাও তোমার এক সপ্তাহের বেতন। বের হয়ে যাও, আর কখনো যাতে না দেখি তোমাকে।
উৎফুল্ল অনুভব করে তিনি কারখানার সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন-
ম্যানেজার : এ লোক এখানে কী কাজ করতো?
কর্মী : সে এখানে পিজা ডেলিভারি দিতে এসেছিল।
***
কল্পনাশক্তির অধিকারী
কোম্পানির ডিরেক্টর দুই সপ্তাহ আগে নিয়োগকৃত কর্মচারীকে ডেকে রাগতস্বরে বলছে-
ডিরেক্টর : এইসব কী? তুমি ভাইভাতে বলেছিলে, তোমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে। আজ ভেরিফিকেশন করে দেখলাম এটা তোমার প্রথম চাকরি।
কর্মচারী : জি স্যার। আপনার চাকরির বিজ্ঞপ্তিতে লেখা ছিলো- প্রার্থীকে অবশ্যই ভালো কল্পনাশক্তির অধিকারী হতে হবে।
****
হকিং সৎ বিজ্ঞানী
১ম বন্ধু : জানিস, হকিং কত সৎ বিজ্ঞানী।
২য় বন্ধু : কীভাবে?
১ম বন্ধু : আরে তিনি একবার বাজিতে হেরে নিজের একটা প্রমাণিত তত্ত্বকে নিজেই ভুল প্রমাণ করলেন।
২য় বন্ধু : তাইতো বলি। হকিংয়ের গ্রান্ড ডিজাইন বইয়ের নতুন তত্ত্ব নিয়ে সবাই এত দুশ্চিন্তায় কেন?