স্কুল কী
ছেলেকে বাবা বললেন—
বাবা: বল তো, স্কুল কী?
ছেলে: স্কুল হলো এমন একটি প্রতিষ্ঠান, যেখানে ক্লাসে শিক্ষক পড়ান, ২+২=৪। বাড়ির কাজ দেন ২+৪+২=?। পরীক্ষায় আসে, রাজীবের হাতে ৪টি আপেল আছে, তার বাড়ির পাশের ট্রেনটা ঘণ্টায় ৭ কি.মি. বেগে ছুটে গেলে সূর্যের ভর কত?

****
ঝাপসা দেখা যাচ্ছে
দুই মাতাল কথা বলছে—
১ম মাতাল: ওরে, তুই আর খাইস না।
২য় মাতাল: কেন?
১ম মাতাল: এখনই তোকে ঝাপসা দেখা যাচ্ছে। আরেকটু খেলে উধাও হয়ে যাবি!

****

কাল সকালে পত্রিকায় ছবি ছাপা হবে
স্বামী স্ত্রী ঝগড়া শেষে—
স্বামী: কোথায় যাও তুমি?
স্ত্রী: সুইসাইড করতে।
স্বামী: এত মেকাপ কেন?
স্ত্রী: ওম্মা, কাল সকালে পত্রিকায় আমার ছবি ছাপা হবেনা?