পরীক্ষার প্রশ্ন সব সিলেবাসের বাইরের
ছেলে পরীক্ষার দিয়ে আসার পর বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন—
বাবা: তোর পরীক্ষা কেমন হলো?
ছেলে: ১ আর ৩ নম্বর প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসছে।
বাবা: আর বাকি গুলো?
ছেলে: ৫ আর ৬ নম্বর তো স্কুলে পড়ায়নি।
বাবা: তাহলে বাকি গুলো?
ছেলে: ৮ আর ১০ নম্বরের উত্তর লেখার সময় পাইনি।
বাবা: তাহলে বাকি ২,৪,৭ নম্বরের উত্তর লিখেছিস?
ছেলে: ওটার উত্তরটাই তো ভুল লিখে ফেলেছি।

****

শতবছর বাঁচার উপায়
একজন শিষ্য গুরুর কাছে গেলেন—
শিষ্য: গুরু, আমি কীভাবে শতবছর বাঁচবো?
গুরু: বিয়ে করে ফেল।
শিষ্য: তাহলে কি আমি শতবছর বাঁচবো?
গুরু: না। বিয়ে করলে তোমার বেঁচে থাকার ইচ্ছেটাই উঠে যাবে।

***

খাবারের পয়সা দিতে ক্যাশ বাক্স ভেঙেছি
পুলিশ একদিন এক চোরকে খাবার চুরির অপরাধে ধরেছে—
পুলিশ: তুমি বলতে চাও যে তুমি সাত দিন না খেতে পেয়ে বাধ্য হয়ে ঐ খাবারের দোকানে চুরি করেছো?
চোর: জি স্যার।
পুলিশ: আশ্চর্য! তা হলে তুমি খাবার না নিয়ে দোকানের ক্যাশ ভাঙলে কেন?
চোর: পরের দোকানে খাবার খেয়ে পয়সা দেবো না এমন ছোটলোক আমি না।