এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার
স্বামী তার স্ত্রীকে তালাক দিতে আদালতে গেছেন—
স্বামী: আমি আমার স্ত্রীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।
আইনজীবী: কেন, সমস্যা কী আপনাদের?
স্বামী: আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।
আইনজীবী: আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।

***

অল্প খরচে প্লাস্টিক সার্জারি
ডাক্তার: আপনার প্লাস্টিক সার্জারি করতে হবে।
রোগী: প্লাস্টিক সার্জারি করতে কতো টাকা লাগবে?
ডাক্তার: দুই লাখ টাকা লাগবে।
রোগী: আর যদি আমি প্লাস্টিক নিয়ে আসি?
ডাক্তার: সঙ্গে সুপার গ্লুও নিয়ে আইসেন, ফ্রি করে দেবো!

****

স্যারের বাইকের চাকা পাংচার হওয়ার রহস্য
ক্লাসে স্যার মন্টুকে জিজ্ঞাসা করলেন—
শিক্ষক: আমি তোমাকে থাপ্পর মারলাম- এর ভবিষ্যত কাল কী হবে?
মন্টু: স্যার, বিকেলে বাড়ি ফেরার সময়ে আপনার মোটরসাইকেলের চাকা পাংচার পাবেন।