স্ত্রীর ইচ্ছা পূরণ
স্বামী অফিস থেকে ফিরে খাওয়া শেষ করে টিভি দেখছে আরাম করে। এমন সময় রোমান্টিক কণ্ঠে স্ত্রী বলছেন—
স্ত্রী: আমাকে তুমি এমন কিছু উপহার দেবে, যেটায় পা দিয়ে একটু চাপ দিলেই ৩ সেকেন্ডের মধ্যে কাঁটা উঠে যাবে শূন্য থেকে একশতে।
পরদিন শরিফ অফিস থেকে আসার সময় একটি ওজন মাপার যন্ত্র। স্ত্রীকে বললেন—
শরিফ: এটার উপর দাঁড়াও। তুমি দাঁড়ালেই এক সেকেন্ডে কাঁটা উঠে যাবে একশতে।

***
মা হতে চলেছে মেয়ে!
স্কুল থেকে ফিরে খুশি খুশি হয়ে মেয়ে মাকে বলছে—
মেয়ে: আমি মা হতে চলেছি।
মা: কোথায় গেছিলি বংশের মুখ কালো করার জন্য? বল তাড়াতাড়ি, নাহলে তোকে মেরে নদীতে ভাসিয়ে দেব।
মেয়ে: কি বলছো মা?
মা: তাড়াতাড়ি বল।
মেয়ে: মা আমি স্কুলের একটা নাটকে ‘মা’র চরিত্রে অভিনয় করছি।

****
লোডশেডিংয়েও বই পড়া যায় যেভাবে
সকালে চায়ের টেবিলে একখানা ডিটেকটিভ বই ফেলে দিয়ে স্বামী স্ত্রীকে বলল—
স্বামী: দারুণ বই। আমি কাল রাত দুটা পর্যন্ত এক নিশ্বাসে পড়ে শেষ করেছি।
স্ত্রী: কিন্তু কাল বারোটার পর যে লোডশেডিং হলো, পড়লে কী করে?
স্বামী: পড়তে পড়তে এতই মগ্ন ছিলাম যে, কিছুই টের পাইনি।