আজকের জোকস : ৯ মে, ২০২২
নারকেল গাছে ঘাস পরিষ্কার
গোপাল গেছে এক বাড়িতে নারকেল চুরি করতে। তখন বাড়ির মালিক তাকে দেখে বললেন—
মালিক: এই গোপাল, তুই আমার নারিকেল গাছে কেন?
গোপাল: গরুর জন্য ঘাস কাটতে উঠেছি।
মালিক: তোর কি মাথা খারাপ, নারিকেল গাছে ঘাস পাবি কই?
গোপাল: ঘাস পাইনি, তাই তো নামছি।
পরদিন আবারও গোপাল গেল চুরি করতে। আবারও মালিক দেখে ফেলল—
মালিক: তুই আবার গাছে উঠেছিস কেন?
গোপাল: না, কাল ঘাস কাটার কাচিটা ফেলে গেছিলাম।
বিজ্ঞাপন
***
স্বামীর জীবনের চাঁদ হবেন যেভাবে
স্বামী: তুমি কি আমার জীবনের চাঁদ হবে?
স্ত্রী: অবশ্যই।
স্বামী: তাহলে আমার থেকে প্রায় ১০০০০০০ কিমি দূরে থাকো।
***
শিক্ষিত হবেন যেভাবে
রোগী: ডাক্তার সাহেব এই চশমা পড়লে কি আমি এ বি সি ডি পড়তে পারবো?
ডাক্তার: হ্যাঁ, অবশ্যই পারবেন।
রোগী: দেন তাইলে চশমা দেখি এই বার কে আমারে মূর্খ বলে।