মন্ত্রীকে আটকে চাল
বাবা-ছেলে দাবা খেলছে। ছেলের চালে বাবার প্রায় হেরে যাওয়ার অবস্থা। ছেলে বাবার মন্ত্রীকে আটকে একটা চাল দিয়ে বলল-
ছেলে : বাবা, তোমার মন্ত্রী বিপদের মধ্যে আছে।
বাবা : তোর দাঁতগুলোও বিপদের মধ্যে আছে।

****

চেকোশ্লোভাকিয়া গিয়েছিলাম
প্রথম বন্ধু : আমি একবার চেকোশ্লোভাকিয়া গিয়েছিলাম।
দ্বিতীয় বন্ধু : চেকোশ্লোভাকিয়া বানান করতে পারবে?
প্রথম বন্ধু : ইয়ে মানে, সরি। আমি চায়না গিয়েছিলাম।
***

স্যাড সং বাজানো হউক
মন্টু : জ্বী, আমি রাস্তায় একটা মানিব্যাগ পাইছি। যেটাতে ১৫ হাজার টাকা, একটা ক্রেডিট কার্ড, আর মতিন মিয়া নামের একটা আইডি কার্ড পাইছি।
আরজে : বাহ! এখন কি আপনি মতিন সাহেবকে তার মানিব্যাগ ফেরত দিতে চাচ্ছেন?
মন্টু : আরে না, আমি চাইতেছি যে মতিন সাহেবের জন্য একটা ‘স্যাড সং’ বাজানো হউক।

****

এটা আমার গাল

বাসে এক ছিনতাইকারী জনৈক যাত্রীর পকেটে হাত ঢুকাচ্ছিল। কিন্তু যার পকেটে হাত ঢুকাচ্ছিল তিনি টের পেয়ে বললেন-
যাত্রী : এই যে ভাই, আপনি আমার পকেটে হাত ঢুকাচ্ছেন কেন?
ছিনতাইকারী : দুঃখিত, আমি মনে করেছিলাম এটা আমার পকেট।

এ সময়ে ওই যাত্রী চট করে ছিনতাইকারীর গালে কষে একটা থাপ্পড় মারল-
ছিনতাইকারী : ভাই আপনি আমার গালে থাপ্পড় মারলেন কেন?
যাত্রী : দুঃখিত! আমি মনে করছিলাম এটা আমার গাল।