আজকের জোকস : ২৮ এপ্রিল, ২০২২
বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত
এক বর্ষণমুখর দিনে পরীক্ষায় সবাইকে ক্রিকেটের ওপর একটা রচনা লিখতে বলা হলো। কয়েক মিনিটের মধ্যে এক লোক তার খাতা জমা দিয়ে দিলেন। তার রচনা লেখা শেষ। খাতার ওপর লেখা, ‘বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হলো।’
****
বিজ্ঞাপন
ড্রাইভিং বেতন কত?
এক ভদ্রলোক এক তরুণকে ড্রাইভারের চাকরি দিয়ে বললেন, ‘তোমার স্টার্টিং বেতন হচ্ছে দুই হাজার টাকা। এতে চলবে তো?’ শুনে তরুণ বলল, ‘আপনি অনেক মহান। স্টার্টিং বেতন একদম ঠিক আছে। কিন্তু ড্রাইভিং বেতন কত, সেটা তো বললেন না।’
***
একসঙ্গে দুটি টিকিট কেনার কারণ
এক ভদ্রলোক ট্রেনে চেপে কোথাও যাচ্ছিলেন। চেকার তার কাছে টিকিট দেখতে চাইলেন। তিনি ভদ্রভাবে জানালেন, ‘আমার ডান পকেটে একটি আর বাম পকেটে আরেকটি টিকিট আছে। কোনটা দেখাব?’ চেকার অবাক হয়ে বললেন, ‘ঠিক আছে, দুটোই দেখাও।’
দুটো টিকিট দেখার পর চেকার তার কাছে একসঙ্গে দুটো টিকিট কেনার কারণ জানতে চাইলেন। ভদ্রলোক বললেন, ‘যদি কেউ আমার একটি পকেট মেরে দেয়, তাহলে তো আরেকটি পকেটে টিকিট থাকল। সেটা দিয়ে কাজ চালাব।’ চেকার বললেন, ‘মনে করো, তোমার দুটো পকেটই চুরি হয়েছে, তখন কী করবে?’
তখন ভদ্রলোক বললেন, ‘আরে ভাই, আমি কি অত বোকা না কি, শুধু দুটো টিকিট নিয়েই আমি ট্রেনে চেপে বসেছি মনে করেছেন! আমার প্যান্টের পকেটে তো পুরো এক মাসের ফ্রি পাসই আছে।’