আজকের জোকস : ২৬ এপ্রিল, ২০২২
পাঁচ হচ্ছে লাকি নাম্বার
পাঁচ হচ্ছে শাহেদের লাকি নাম্বার। তার জীবনে পাঁচের একটি বিশেষ প্রভাব আছে। সে জন্য রেসে পাঁচ নম্বর ঘোড়াটির ওপর বাজি ধরেছিলেন। রেস শেষে তার বন্ধু জানতে চাইলেন—
বন্ধু: নিশ্চয়ই তোমার ঘোড়াটা দৌড়ে জিতেছে?
শাহেদ: না, সেটা পঞ্চম স্থানে এসেছে।
****
শ্মশানের দিকে আগানোর পরামর্শ
এক পাকিস্তানি আর এক ভারতীয় লোকের দেখা হলো—
পাকিস্তানি: আপনাদের দেশের ওপর পারমাণবিক বোমা হামলা হলে আপনাদের কী করতে পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয়: আমাদের পরামর্শ দেওয়া হয়েছে, ‘পরামাণবিক বোমা হামলা হলে আপনারা মাটিতে শুয়ে পড়বেন। তারপর হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে শ্মশানের দিকে এগোতে থাকবেন।’
বিজ্ঞাপন
***
যা খেলে মানুষ ২০০ বছর বাঁচে!
বাজারের একপাশে দাঁড়িয়ে একজন ওষুধ বিক্রি করছেন। তাকে ঘিরে অসংখ্য মানুষের ভিড়। তিনি চেঁচিয়ে বললেন—
বিক্রেতা: আমার কাছে নতুন একটি টনিক এসেছে।
দর্শক: কী টনিক?
বিক্রেতা: যা খেলে মানুষ ২০০ বছর বাঁচে!
দর্শক: আমি ব্যাচেলর হলে একটা কিনতাম।
****
টাকা না থাকলেও ব্যাংক হিসাব
তরুণী: আমি একা একটা ব্যাংক হিসাব খুলব।
ব্যবস্থাপক: কত টাকার?
তরুণী: আমার তো কোনো টাকা নেই।
ব্যবস্থাপক: তাহলে তো হিসাব খোলা যাবে না।
তরুণী: ঠিক আছে, যৌথ হিসাব খুলব।
ব্যবস্থাপক: কার সাথে?
তরুণী: কেন, টাকা আছে এমন কারও সাথে!