আকাশে মরা তোতা পাখি
পড়ন্ত বিকেলে দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটছিল-
প্রথম বন্ধু: হায়! দেখো, একটা মরা তোতা পাখি।
দ্বিতীয় বন্ধু: কোথায়? কোথায়?
প্রথম বন্ধু: এই তো মাটিতে।
দ্বিতীয় বন্ধু: ওহ, আমি তো আকাশে খুঁজছিলাম।

***

সিনেমা হলে হাউসফুল
সেন্টু তার বন্ধু হাবলাকে নিয়ে গেছে সিনেমা হলে। ফাটাফাটি একটি বাংলা সিনেমা চলছে সেদিন। হন্তদন্ত হয়ে টিকিট কাউন্টারে উঁকি দেয় সে। সেখানে বসে থাকা এক লোককে বলল—
সেন্টু: দুইটা টিকিট দেন তো ভাই।
টিকিট বিক্রেতা: নারে ভাই, টিকিট তো শেষ, হাউসফুল আছে!
সেন্টু: তাহলে ওই দুটো হাউসফুলই দিয়ে দেন!

****

যে প্রশ্নের উত্তর গাধাও দিতে পারে
মফিজ: আচ্ছা, বল তো কেন দিনের বেলা আলো আর রাতের বেলা অন্ধকার?
শফিক: এ প্রশ্নের উত্তর একটা গাধাও দিতে পারে।
মফিজ: সে জন্যই তো তোকে জিজ্ঞেস করলাম।