আজকের জোকস : ১৩ এপ্রিল, ২০২২
ভালো শিক্ষকের ছাত্র
এক ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে। ছাত্র পড়ালেখা কিছুই পারে না। একদিন ক্লাসে শিক্ষক ছাত্রকে বলছেন—
বিজ্ঞাপন
শিক্ষক: তুমি তো কিছুই পার না। আমি তোমার বয়সে কঠিন কঠিন অঙ্কগুলো সেকেন্ডের মধ্যে সমাধান করে দিতাম।
ছাত্র: স্যার, আপনি হয়তো ভালো শিক্ষকের ছাত্র ছিলেন।
শিক্ষক: মানে?
ছাত্র: আপনার শিক্ষক ভালো পড়াতে পারতেন হয়তো। তাই আপনি আজ শিক্ষক হতে পেরেছেন। কী আর করা বলুন, সবার ভাগ্য তো আর সমান হয় না।
***
টিকিট হারিয়ে বিপাকে আইনস্টাইন
একবার আইনস্টাইন ট্রেনে চড়ে যাচ্ছিলেন—
চেকার: আপনার টিকিটটা দেখান তো।
আইনস্টাইন: কিছুতেই টিকিট খুঁজে পাচ্ছিলেন না। শুধু বিড়বিড় করে বলছিলেন, কোথায় যে রাখলাম টিকিটটা।
চেকার: স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি নিশ্চয়ই টিকিট কেটেই উঠেছেন। আপনাকে টিকিট দেখাতে হবে না।
আইনস্টাইন: চিন্তিত মুখে বললেন, না না! ওটা তো খুঁজে পেতে হবে! না পেলে জানবো কী করে, আমি কোথায় যাচ্ছিলাম!
***
রুমাল দিয়ে কাজ চালান
মফিজ গেছে সর্ট প্যান্ট কিনতে—
মফিজ: সর্ট প্যান্ট দেখানতো?
দোকানদার: এই লন এটা ৫০ টাকা
মফিজ: আরেকটু কম দামি নাই?
দোকানদার: এই লন এটা ২০ টাকা
মফিজ: আরেকটু কম দামি দেন?
দোকানদার: ভাই আপনার সর্ট প্যান্ট কিনা লাগবো না আপনি ৫ টাকা দিয়া একটা রুমাল কিনে নিয়া যান। ওইটা দিয়েই কাজ চালায় নেন।