আজকের জোকস : ১০ এপ্রিল, ২০২২
একদিন বাসে কোথাও যাচ্ছিলো বল্টু। একটু পর তার পাশের সিটে বসলেন এক অপরূপা তরুণী। বল্টু তাকে বললো—
বল্টু: জানতে ইচ্ছে করছে, আপনি কোন স্টপে নামবেন?
কথার উত্তর দিলেন না তরুণী। তাই আবার বললো—
বল্টু: আপনার নামটা জানতে পারি? নাকি এটা সিক্রেট?
বিজ্ঞাপন
তরুণী এবারও নীরব। বল্টু আবার বললো—
বল্টু: আমার কাছে দুটি সিনেমার টিকিট আছে।
এবার তরুণী মুখ খুললো। আর বললো—
তরুণী: কোন সিনেমার?
বল্টু নেমে গেলো পরের স্টপেই। তার অহংকারী মেয়ে পছন্দ। এই মেয়ে যাকে সামনে পায়, তার সঙ্গেই কথা বলে।
***
একটা সুন্দর সকালের অপেক্ষা
ঘুম থেকে উঠে স্ত্রী বললেন—
স্ত্রী: আজকের সকালটা অনেক সুন্দর!
স্বামী: হ্যাঁ।
পরদিনও একই কথা স্ত্রীর—
স্ত্রী: চমৎকার একটা সকাল আজ! তার পরদিনও, কী সুন্দর সকাল!
***
সবামী-স্ত্রীর সুখী জীবনযাপন
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
১ম বন্ধু: আমি আর আমার স্ত্রী জীবনের ২০টি বছর সুখী জীবনযাপন করেছি।
২য় বন্ধু: তারপর?
১ম বন্ধু: তারপর একদিন আমাদের দুজনের দেখা হলো!