টুথ পেস্ট
একদিন এক প্রেমিক তার নতুন প্রেমিকার সঙ্গে ডেটিংয়ে গেছে। প্রেমিকা তার প্রেমিককে বলছে—
প্রেমিকা: আমার এক এক নি:শ্বাস-এর জন্য এক একটা ছেলে মরতে পারে।
প্রেমিক: তাহলে ভালো টুথ পেস্ট দিয়া দাঁত মাজলেই পার।

****

বেশি সত্যবাদী হওয়া যে কারণে ভালো না
হিমা: আন্টি, মা এক কাপ চিনি দিতে বলছে!
আন্টি: দাঁড়াও দিচ্ছি। আচ্ছা, আর কী বলেছে?
হিমা: আর বলছে, ওই কৃপণ মহিলা যদি না দেয়, তাইলে মিমি আন্টির কাছ থাইকা নিয়া আসিস!

****
স্বামী যখন অতিরিক্ত খুদখুদে হয়
স্বামী: কীভাবে রান্না কর! মুড়িঘণ্ট তো মনে হচ্ছে গোবর!
স্ত্রী: হায় খোদা! তুমি তো দেখছি দুনিয়ার সব খারাপ জিনিসই চেখে রেখেছ!
স্বামী: কি কথার কী জবাব দিচ্ছ?
স্ত্রী: তুমি গোবর খেয়ে দেখেছ, উটের চামড়া খেয়েছ, বুড়িগঙ্গার পানিও খেয়েছ...
স্বামী: হায় আল্লাহ! এর কি মাথা খারাপ হয়া গেল নাকি?
স্ত্রী: তোমার লগে সংসার কইরা মাথা খারাপ না হইয়া উপায় আছে? সে দিন আমার এত যত্নে পাকানো স্যুপ খেয়ে বললে- বুড়িগঙ্গার পচা পানির মতো হয়েছে। তার আগের দিন আমার তৈরি রুটি খেয়ে বললে- উটের চামড়ার মতো লাগছে।