আজকের জোকস : ৩ এপ্রিল, ২০২২
চাকরিটা ছেড়ে দিলেন কেন
অফিসের বড় কর্তা ও মিন্টুর মধ্যে কথা হচ্ছে-
বড় কর্তা : আচ্ছা আপনি আগের চাকরিটা ছেড়ে দিলেন কেন?
মিন্টু : অসুস্থতার জন্য, স্যার।
বড় কর্তা : তা কী হয়েছিল আপনার?
মিন্টু : আরে আমার তো কিছুই হয়নি। অফিসের বড় কর্তাই আমার কাজে অসুস্থ হয়ে পড়লেন, মানে তার প্রায় মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল।
***
স্ত্রী হারিয়ে খুশি
হন্তদন্ত হয়ে পোস্ট অফিসে ঢুকলেন এক ভদ্রলোক। পোস্টমাস্টারের কাছে গিয়ে বললেন-
ভদ্রলোক : এই যে ভাই শুনছেন, আমার স্ত্রী হারিয়ে গেছে।
পোস্টমাস্টার : তো পোস্ট অফিসে এসেছেন কেন? থানায় যান।
ভদ্রলোক : ওহ! তাই তো! দুঃখিত ভাই। আসলে খুশিতে কী যে করব, বুঝে উঠতে পারছি না!
বিজ্ঞাপন
****
স্ত্রীর হাতের রান্না
জেলার : তোমার শেষ ইচ্ছে কী?
আসামি : আমার স্ত্রীর হাতের রান্না খেতে চাই।
জেলার : তাতে মৃত্যুর আগে তৃপ্তি পাবে তুমি?
আসামি : না, তৃপ্তি পাব না। তবে ওর হাতের রান্না খেলেই মরতে ইচ্ছে হবে আমার।
****
ঘুমের ওষুধ দেয়া হয়নি
মিলু সাহেব রাতে বেঘোরে ঘুমাচ্ছেন। এমন সময় স্ত্রীর ভীষণ ডাকাডাকিতে ধড়মড়িয়ে উঠলেন।
স্বামী : কি হয়েছে, বেশ তো ঘুমোচ্ছিলাম, আবার ডাকাডাকি কেন?
স্ত্রী : কেন আবার তোমাকে যে ঘুমের ওষুধ দেয়া হয়নি।