আজকের জোকস : ৩০ মার্চ, ২০২২
ঘুম ভাঙার পর আয়না দেখা
অফিসে যাওয়ার আগে বাসা থেকে বের হওয়ার সময় বিরক্ত স্বামী। তাড়াহুড়া করে টাই বাঁধতে বাঁধতে স্ত্রীকে বলল—
স্বামী: না জানি আজ কার মুখ দেখে ঘুম ভাঙছে!
স্ত্রী: কী হয়েছে?
স্বামী: সাড়ে ১০টা বাজতে চলল, এখনো নাস্তা কপালে জুটল না!
স্ত্রী: আমাদের খাটের পায়ের দিকের দেওয়াল থেকে বড় আয়নাটা সরাও। তা না হলে প্রতিদিন একই অভিযোগ করতে হবে তোমাকে!
***
স্ত্রীর মুখ বন্ধ করার উপায়
ডাক্তার: এই থার্মোমিটারটা আপনার স্ত্রীর মুখের নিচে দিয়ে ৩০ সেকেন্ড মুখ বন্ধ করে রাখতে বলবেন। তাহলেই জ্বর কত সেটা টের পাওয়া যাবে।
স্বামী: ডাক্তার সাহেব, সারাদিন রাখতে হয় এমন কোনো থার্মোমিটার নেই?
ডাক্তার: কেন?
স্বামী: তাহলে স্ত্রীর মুখ বন্ধ করার উপায় খুঁজে পেতাম।
বিজ্ঞাপন
***
অপরিচিত নারীর সঙ্গে আলাপ
মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে বলছেন এক লোক—
ভদ্রলোক: এই যে শুনুন।
ভদ্রমহিলা: বলুন।
ভদ্রলোক: এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা: স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?
ভদ্রলোক: যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে শুরু করি; তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!