আজকের জোকস : ২৯ মার্চ, ২০২২
স্ত্রীর স্মৃতিশক্তি
রহিম সাহেব তার এক বন্ধুর সঙ্গে মনের দুঃখ শেয়ার করছিলানে। তিনি বললেন—
রহিম সাহেব: আমার স্ত্রীর স্মৃতিশক্তি সবচেয়ে জঘন্য।
বন্ধু: সব ভুলে যায়?
রহিম সাহেব: আরে না, সব মনে রাখে।
****
বিজ্ঞাপন
বানান বিভ্রাট
ক্লাসে শিক্ষক তার ছাত্রদের ইংরেজি পড়াচ্ছেন, হঠাৎ এক ছাত্র জিজ্ঞেস করল—
ছাত্র: আচ্ছা স্যার, ‘নাটুরে’ মানে কী?
শিক্ষক: আচ্ছা, তোর ‘নাটুরে’র বানানটা কী হবে বল তো?
ছাত্র: স্যার ‘NATURE’।
শিক্ষক: ওরে গাধা, ওটা নাটুরে না। ওটা হবে ‘ন্যাচার’ মানে প্রকৃতি। বের হয়ে যা আমার ক্লাস থেকে, আজই তোকে টিসি দিয়ে দেব।
ছাত্র: স্যার, প্লিজ প্লিজ এমন করবেন না। তাহলে আমার ‘ফুটুরে’ নষ্ট হয়ে যাবে।
***
স্ত্রী রাগ হলে যে সুবিধা পাবেন
পল্টু: কিরে বল্টু মন খারাপ কেন?
বল্টু: বউ রাগ করে আমার লগে দুই সপ্তাহ ধরে কথা কয় না। এমন বউ রেখে কী লাভ? ভাবছি ছেড়েই দিমু।
পল্টু: বলিস কি? তোর তো ঈদ। এমন বউ ছেড়ে না দিয়ে আরও বেশি আগলে রাখ। আচ্ছা কী করলে বউ দুই সপ্তাহ চুপ থাকব সেই বুদ্ধিটা আমারে শিখায়ে দে।
****
ভাইয়া ডাকা যখন অপরাধ
এক তরুণী রাস্তায় এক যুবককে ‘ভাইয়া’ বলে ডাকলেন—
ছেলে: ভাইয়া বলে ডেকে আহত করলে কেন?
মেয়ে: তাহলে কী করবো ভাইয়া?
ছেলে: তার চেয়ে আঙ্কেল বলে ডেকে একবারে নিহত করে দিতেন।
মেয়ে: ঠিক আছে আঙ্কেল!