প্রেমিকের ডায়মন্ড রিং
প্রেমিকা: জান, আমি কি তোমার কাছে কোনদিন কোনকিছু চেয়েছি ?
প্রেমিক: না তো।
প্রেমিকা: এখন চাই?
প্রেমিক: চাও।
প্রেমিকা: তোমার এই ডায়মন্ডের রিংটা আমায় দিয়ে দাও না?
প্রেমিক: কেন জান?
প্রেমিকা: আমি প্রতিদিন এই রিংটার দিকে তাকিয়ে তোমার কথা মনে করব।
প্রেমিক: তুমি তো আমার কথা অন্যভাবেও মনে করতে পার।
প্রেমিকা: কীভাবে?
প্রেমিক: তুমি ভাববা, আমি ডায়মন্ডের রিংটা চাইলাম, কিন্তু শয়তান ছেলেটা দিল না!

***
ওর কারণেই আজ আমি ভিখারি
ভিখারি: স্যার, ১০টা টাকা দিন। চা খাব।
বিল্টু: তুমি তো একা, ১০ টাকা লাগবে কেন? এক কাপ চায়ের দাম ৫ টাকা।
ভিখারি: আসলে আমি একা না স্যার, সঙ্গে বান্ধবীও রয়েছে।
বিল্টু: ভিক্ষা করে খাও, আবার বান্ধবীও জুটিয়েছো!
ভিখারি: স্যার বান্ধবী আমার আগে থেকেই ছিল। ওর কারণেই তো আজ আমি পথের ভিখারি।

****

শত্রুকে হামলা করতে হয় অপ্রস্তুত অবস্থায়
ডাক্তার: আপনাকে বলেছিলাম, ঠিক রাত ১০টায় ওষুধ খাবেন। কিন্তু আপনি তো দেখছি প্রতিদিন ৩ ঘণ্টা আগেই ওষুধ খেয়েছেন।
রোগী: এ তো ভালোর জন্যই করেছি, স্যার।
ডাক্তার: ভালোর কি দেখলেন এতে আপনি? ভাইরাস কি তাতে মরবে?
রোগী: স্যার, শত্রুকে হামলা করতে হয় অপ্রস্তুত অবস্থায়। এটাও জানেন না!