আজকের জোকস : ২৩ মার্চ, ২০২২
প্রকৃত বয়স জানার উপায়
রুনা: দুলাভাই, আপনার দাঁতগুলো দেখে মনে হয় আপনার বয়স মাত্র বিশ বছর।
দুলাভাই: আর চুল দেখে?
রুনা: চুল দেখে আপনাকে পনেরো বছরের ছোকড়া মনে হয়।
দুলাভাই: তারপর?
রুনা: আপনার চটপটে ভাব দেখে সবাই বলবে আপনার বয়স ষোলো বছর।
দুলাভাই: এসব দেখে আমার প্রকৃত বয়স কত মনে হয়, ছোট গিন্নি?
রুনা: মোট একান্ন বছর।
****
টাকা না থাকলেও ব্যাংক হিসাব
তরুণী: আমি একা একটা ব্যাংক হিসাব খুলব।
ব্যবস্থাপক: কত টাকার?
তরুণী: আমার তো কোনো টাকা নেই।
ব্যবস্থাপক: তাহলে তো হিসাব খোলা যাবে না।
তরুণী: ঠিক আছে, যৌথ হিসাব খুলব।
ব্যবস্থাপক: কার সাথে?
তরুণী: কেন, টাকা আছে এমন কারও সাথে!
বিজ্ঞাপন
****
সাইকেল চালানোর জন্য ড্রাইভার
অজিত: মিস্টার জন হঠাৎ করেই ধনী হয়ে গেলেন।
রঞ্জিত: তুমি কীভাবে বুঝলে?
অজিত: কারণ সে তার সাইকেল চালানোর জন্য একজন ড্রাইভার রেখেছে।