বিলের গভীরতা এক ফুট

একদিন লালু বিলের ধারে বসে আছে। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল—
লোক: ভাই, এই বিলের গভীরতা কেমন হবে, বলতে পারেন?
লালু: হবে হয়তো এক ফুটের কাছাকাছি!
লোক: আপনি এত নিশ্চিত হলেন কী করে যে, এই বিলের গভীরতা মাত্র এক ফুট? আপনি কি কখনো এই বিলে নেমেছিলেন? লালু: না, আমি কখনো এ বিলে নামিনি। তবে একটু আগে একটা হাঁসকে নামতে দেখেছি। কিন্তু হাঁসটার শুধু পা দুটোই জলে ডুবে ছিল। গভীরতা বেশি হলে তো পুরো হাঁসেরই ডুবে যাওয়ার কথা ছিল, তাই না!

***
ট্রাকের নিচে পড়েছিল

শান্তা ও কান্তা গেছে মিশরে। মমি দেখে তারা খুবই অবাক—
শান্তা: আরে দোস্ত, দেখেছিস কত্তো ব্যান্ডেজ! আমি নিশ্চিত, এই মানুষটা ট্রাকের নিচে পড়েছিল।
কান্তা: দোস্ত, আমারও তা-ই মনে হয়। দেখছিস না পাশে ট্রাকের নম্বরটাও আছে—বিসি ১৭৬০!

****

ফাঁসির আগে শেষ ইচ্ছা

জেলখানায় সগির ও পুলিশের মধ্যে কথোপকথন—
পুলিশ: ফাঁসির আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? আজকে তোমার শেষ ইচ্ছাটা পূরণ করা হবে।
সগির: হুম, একটা ইচ্ছা আছে।
পুলিশ: কী সেই ইচ্ছা?
সগির: আমার পা ওপরে আর মাথা নিচে রেখে যেন ফাঁসিটা দেওয়া হয়!