পাস করলে সাইকেল!
বাবা: তোকে না বলেছিলাম পাস করলে সাইকেল কিনে দেব।
ছেলে: হ্যাঁ, বলেছিলে।
বাবা: তবুও ফেল করলি! পড়া বাদ দিয়া কী করেছিলি?
ছেলে: কেন, সাইকেল চালানো শিখছিলাম!

****

সামান্য জ্বরও ভয়াবহ হতে পারে
রোগী: আজ আমি বুঝতে পারছি, সামান্য জ্বরও যে কত ভয়াবহ হতে পারে।
ডাক্তার: কিভাবে বুঝলেন?
রোগী: কীভাবে আর? আপনার লেখা ওই প্রেসক্রিপশনের কাগজটা দেখে!
ডাক্তার: তাতে কী?
রোগী: এত ওষুধ কেনার টাকা কোথায় পাবো?

***
মেয়ে দেখার সময়
ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ। সেখান দিয়েই যাচ্ছিল ওই তরুণের এক বন্ধু। কথা হচ্ছে উভয়ের মধ্যে—
১ম জন: কী ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে কী করছিস?
২য় জন: মেয়েদের দেখছি!
১ম জন: মানে?
২য় জন: ওই দেখ, ডাক্তারের চেম্বারের দরজায় ঝুলানো আছে।
১ম জন: ‘মেয়েদের দেখার সময় বিকেল ৪টা থেকে ৬টা’। তাতে কী হয়েছে?
২য় জন: তাই তো দাঁড়িয়ে নির্দেশ পালন করছি।