মশা মারতে বিষ খাওয়া
রাতে মশার কামড়ে অতিষ্ঠ রমিজ। কিছুতেই মশার হাত থেকে রেহাই পাচ্ছেন না। তাই উপায় খুঁজতে লাগলেন, কী করে মশার হাত থেকে রক্ষা পাওয়া যায়। রুমের ভেতর কিছু একটা খুঁজতেও লাগলেন। হুট করে একটি বুদ্ধিও এসে গেল মাথায়। রুমের ভেতর থাকা বিষের বোতলটি ঢকঢক করে গলায় ঢেলে দিলেন। তারপর নিশ্চিন্ত মনে বললেন, ‘বেয়াকুব মশা। দে, এবার আমার শরীরে কামড় দে, আর মারা পড় গিয়ে।’

****

গাড়ির ব্রেকও কাজ করছে না
জহির রাতের বেলা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন। কিন্তু গাড়ির হেডলাইট বন্ধ দেখে পুলিশ তার গাড়ি থামাল— পুলিশ: থামো, থামো, তোমার গাড়ির হেডলাইট তো বন্ধ। কাজ করছে না মনে হয়।
জহির: সরে যান। তাড়াতাড়ি সামনে থেকে সরে যান। আমার গাড়ির ব্রেকটাও কাজ করছে না।

****
ঠিকানা পড়ার সময় কই
লালু: আচ্ছা, তুই এত জোরে মোটরসাইকেল চালাচ্ছিস কেন? একটু ধীরে যা না!
জিতু: জোরে যাচ্ছি কী এমনি এমনি! অফিসের একটি চিঠি জরুরি পৌঁছে দিতে হবে।
লালু: কোথায় পৌঁছাতে হবে সেই চিঠি?
জিতু: আরে বোকা, ঠিকানা পড়ার সময় পেলাম কই। আমার রাজ্যের তাড়া।
লালু: ও, ঠিক আছে। জোরে চালা তাহলে।

****

পয়সা থেকে টাকা বানানোর উপায়
রাজিব ও তার ছেলের মধ্যে কথা হচ্ছে—
ছেলে: বাবা, আমরা খুব শিগগির বড়লোক হয়ে যাব মনে হচ্ছে।
রাজিব: কীভাবে?
ছেলে: আজ স্কুলে অঙ্ক শিক্ষক শিখিয়েছেন, কীভাবে পয়সা থেকে টাকা বানাতে হয়। আমাদের পয়সাগুলো দাও তো দেখি টাকা হয় কি না!