আজকের জোকস : ৩ মার্চ, ২০২২
চুরি করা গল্পের শ্রোতা যখন লেখক
বিখ্যাত মঞ্চাভিনেতা হেনরি আরভিং একবার মার্ক টোয়েনকে একটি গল্প বলছিলেন। গল্পের ভূমিকাটা বলেই আরভিং মার্ক টোয়েনের কাছে জানতে- চাইলেনআরভিং: গল্পটা আপনি আগে শোনেননি তো?
মার্ক টোয়েন: না, শুনিনি।
গল্পের মাঝামাঝি গিয়ে আরভিং আবার বললেন—
আরভিং: গল্পটা আপনি আগে শোনেননি তো?
মার্ক টোয়েন: না, আমি শুনিনি।
বিজ্ঞাপন
গল্পের শেষদিকে আবার—
আরভিং: আপনি এই গল্প আগে শোনেননি তো?
মার্ক টোয়েন: দেখুন, আমি একবার মিথ্যা বলতে পারি। ভদ্রতা করে দুবারও বলতে পারি কিন্তু তিনবার পারি না। গল্পটি আমারই।
***
ভালো শিক্ষকের ছাত্র
এক ছাত্র ও শিক্ষকের মধ্যে কথা হচ্ছে। ছাত্র পড়ালেখা কিছুই পারে না। একদিন ক্লাসে শিক্ষক ছাত্রকে বলছেন—
শিক্ষক: তুমি তো কিছুই পার না। আমি তোমার বয়সে কঠিন কঠিন অঙ্কগুলো সেকেন্ডের মধ্যে সমাধান করে দিতাম।
ছাত্র: স্যার, আপনি হয়তো ভালো শিক্ষকের ছাত্র ছিলেন।
শিক্ষক: মানে?
ছাত্র: আপনার শিক্ষক ভালো পড়াতে পারতেন হয়তো। তাই আপনি আজ শিক্ষক হতে পেরেছেন। কী আর করা বলুন, সবার ভাগ্য তো আর সমান হয় না।
***
বিয়ে করতে বাধা না দেওয়া
স্বামী-স্ত্রীর মধ্যে কথা হচ্ছে—
স্ত্রী: শোনো, তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে; ওই মেয়ে কিন্তু অতোটা ভালো নয়।
স্বামী: এতে আমার সমস্যা কী?
স্ত্রী: আরে, জেনেশুনে তোমার বন্ধু খারাপ মেয়েকে বিয়ে করবে! তুমি তাকে নিষেধ করবে না?
স্বামী: আমি কেন তাকে নিষেধ করবো! আমি যখন বিয়ে করি, তখন তো সে আমাকে নিষেধ করেনি।