সংকেত শেখাতে গিয়ে অবাক!
একদিন কলেজে রসায়ন ক্লাস চলছে-
প্রফেসর: বলো তো বল্টু, বেরিয়ামের সংকেত কী?
বল্টু: বিএ।
প্রফেসর: গুড। এবার বলো তো, সোডিয়ামের সংকেত কী?
বল্টু: এনএ।
প্রফেসর: ভেরি গুড। তাহলে ১ অণু বেরিয়াম ও ২ অণু সোডিয়াম মিলে কী হবে?
বল্টু: বিএএনএএনএ (ব্যানানা)!

***
স্ত্রীদের প্রতিটা কথা দু’বার বলতে হয়
পত্রিকার পাতায় চোখ রেখে স্বামী স্ত্রীকে বললেন-
স্বামী: কী লিখেছে দেখো, স্বামীরা যেখানে গড়ে প্রতিদিন পাঁচ হাজার শব্দ ব্যবহার করে, সেখানে স্ত্রীরা করে দশ হাজার শব্দ!
স্ত্রী: ঠিকই তো আছে! স্ত্রীদের যে প্রতিটা কথা দু’বার করে বলতে হয়।
স্বামী: কী বললে?

***
তোমাকে একই কথা বলছে
পল্টুর মেয়ে পল্টুকে জিজ্ঞাসা করল–
মেয়ে: বাবা, আমরা যে কাগজে পড়ি গো পুজা, গো মাতা, গো হত্যা। এই ‘গো’ মানে কী?
পল্টু: এই গো মানে গরু।

তখনই রান্না ঘর থেকে ডাক এলো–
স্ত্রী: ওগো শুনছো?
মেয়ে: ওই যে মা-ও তোমাকে একই কথা বলছে।