আজকের জোকস : ২৮ ফেব্রুয়ারি, ২০২২
দুধ কেজি হিসেবে বিক্রি করি না
গ্রামের এক লোক ঢাকার একটি সুপারশপে গেলেন দুধ কিনতে। তিনি সেলসম্যানকে বললেন—
লোক: এক কেজি দুধ দেন তো।
সেলসম্যান: দুধ আমরা কেজি হিসেবে বিক্রি করি না।
লোক: তাহলে আশি সেন্টিমিটার দুধ দেন।
***
পানির দামে লেবু কেনা
হাবু: পানির দামে লেবু কিনলাম।
লাবু: কী বলিস, এত দাম?
হাবু: এত দাম কই? হালি চার টাকা।
লাবু: তাহলে যে বললি পানির দামে।
হাবু: দাম কম, তাই বললাম।
লাবু: পানির দাম কি কম? বোতলের পানি, ওয়াসার পানি কিনে খেলে বুঝতি পানির দাম কাকে বলে।
বিজ্ঞাপন
****
বাঘের চোখে বালু ছুঁড়ে মারা
বাবলু আর হাবলু বনের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তারা পড়ল এক বাঘের সামনে। বাবলু চট করে এক মুঠো বালু বাঘের চোখে ছুঁড়ে দিয়ে বলল—
বাবলু: হাবলু, পালা!
হাবলু: কী আশ্চর্য! বালু তো তুই ছুঁড়েছিস! আমি কেন পালাব?