শ্রীলঙ্কা যেতে লাগবে ৫০ হাজার ডলারের ট্রাভেল ইনস্যুরেন্স
করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন বিধিনিষেধ আরোপ করেছে এশিয়ার দেশ শ্রীলঙ্কা। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) নতুন বিধিনিষেধ জানিয়ে চিঠি দিয়েছে তারা।
২০ ফেব্রুয়ারি থেকে নতুন এ বিধিনিষেধ কার্যকর করা হবে।
বিজ্ঞাপন
নতুন বিধিনিষেধে বলা হয়, ১২ বছরের ওপরের সবাইকে শ্রীলঙ্কা যাওয়ার ৭২ ঘণ্টা আগে করোনা শনাক্তে আরটি-পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিতে হবে। এছাড়া তাদের সঙ্গে করোনা ভ্যাক্সিনেশনের পূর্ণাঙ্গ ডোজ সম্পন্ন করার সার্টিফিকেট থাকতে হবে।
যাত্রীদের প্রত্যেককে ১ মাসের ট্রাভেল হেলথ ইনস্যুরেন্স করতে হবে। বাংলাদেশ থেকে ৫০ হাজার ডলার সমমূল্যের এ ইনস্যুরেন্স করে যেতে হবে (এজন্য প্রায় ১২ ডলারের মতো খরচ হবে)।
এছাড়া যাত্রার আগের দিন airport.lk ওয়েবসাইটে গিয়ে হেলথ ডিক্লেয়ারেশন ফরম পূরণ করে তা প্রিন্ট করে নিয়ে যেতে হবে।
বাংলাদেশ থেকে বর্তমানে শ্রীলঙ্কান এয়ারলাইন্স শ্রীলঙ্কার কলম্বো রুটে ফ্লাইট পরিচালনা করছে।
এআর/এসএসএইচ