বাংলাদেশি যাত্রীদের পাকিস্তানের লাহোরে নিয়ে যাবে মালিয়েশিয়াভিত্তিক মালিন্দো এয়ার। ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর হয়ে লাহোর নিয়ে যাবে এয়ারলাইন্সটি।

মালিন্দো এয়ার বাংলাদেশ জানায়, ঢাকা থেকে মঙ্গলবার ও শুক্রবার যাত্রীদের নিয়ে লাহোর যাবে মালিন্দো এয়ার। যাত্রীরা এই দুই দিন রাত ১১টায় ঢাকা থেকে ফ্লাইটে উঠে পরদিন ভোর ৫টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর পৌঁছাবে। পরদিন বিকেল ৫টা ৩৫ মিনিটে কুয়ালালামপুর থেকে রওনা হয়ে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে লাহোর পৌঁছাবে।

মালিন্দো ছাড়াও ঢাকা থেকে বর্তমানে কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স এবং টার্কিশ এয়ারলাইন্স স্ব স্ব দেশে ট্রানজিট নিয়ে পাকিস্তানের লাহোর যাচ্ছে। এসব দেশে টানজিট নিয়ে পাকিস্তান যেতে প্রায় দুই দিন সময় লাগে। 

উল্লেখ্য, বাংলাদেশ ত্যাগ ও প্রবেশ করা যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য এধরনের কোনো বাধ্যবাধকতা নেই।

এআর/জেডএস