উইন্ডশিল্ডে ফাটল, বড় দুর্ঘটনা থেকে রক্ষা বিমানের
ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাওয়া একটি ফ্লাইটের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয় মঙ্গলবার। এয়ারক্রাফটটি চেকিংয়ের সময় ফাটল চিহ্নিত হওয়ায় ফিরতি ফ্লাইটটি বাতিল করা হয়। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।
মঙ্গলবার ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, মঙ্গলবার রাতে বিমানের একটি ফ্লাইট কুয়ালালামপুরে অবতরণ করে। এরপর উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান ক্যাপ্টেন শাখাওয়াত হোসেইন। নিয়ম অনুযায়ী তিনি বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানান। নির্দেশনা অনুযায়ী মেরামতের জন্য উড়োজাহাজটি কুয়ালালামপুর বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়। একই সঙ্গে বাতিল করা হয় কুয়ালালামপুর থেকে ঢাকার ফিরতি ফ্লাইট।
সূত্র জানায়, গতকালই ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরে গেছে। তাতে প্রকৌশলী ও এক সেট উইন্ডশিল্ড পাঠানো হয়েছে। প্রকৌশলীরা গ্রাউন্ডেড এস২-এএফএম উড়োজাহাজে নতুন উইন্ডশিল্ড লাগাবেন।
সাধারণত বোয়িং-৭৩৭ উড়োজাহাজের উইন্ডশিল্ড খুলতে চার ঘণ্টা এবং জুড়তেও একই সময় লাগে। ফলে বুধবার রাতের মধ্যেই উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী করার আশা দেখছেন প্রকৌশলীরা।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এআর/আইএসএইচ