ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে ২৫ শতাংশ ছাড় কাতার এয়ারওয়েজে
ভালোবাসার মানুষকে নিয়ে যারা ভ্রমণ করতে চান তাদের জন্য প্লেনের টিকিটে ২৫ শতাংশ ছাড় দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক উড়োজাহাজ সংস্থা কাতার এয়ারওয়েজ। আগামী ১৪ ফেব্রুয়ারি (সোমবার) ভালোবাসার দিবস পর্যন্ত চলবে তাদের এই ছাড়। ছাড়ে টিকিট কেটে ভ্রমণ করা যাবে ২০২২ সালের অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত।
কাতার এয়ারওয়েজ বাংলাদেশ জানায়, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই ছাড় ঘোষণা করা হয়েছে। ছাড়ে টিকিট কেটে যাত্রীরা ইকোনমি ও বিজনেস ক্লাসে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেকগুলো দেশে ভ্রমণ করতে পারবেন।
বিজ্ঞাপন
কাতার এয়ারওয়েজ জানায়, সব ধরনের ট্যাক্স ও টিকিটের মূল্যে ছাড় দেওয়ার পর ঢাকা থেকে ইকোনমি ক্লাসে যুক্তরাজ্যের লন্ডন ৬৮ হাজার ২০ টাকা, নিউইয়র্কে ৬৯ হাজার ৬৪ টাকা, ওয়াশিংটন ডিসিতে ৮৬ হাজার ৯৫১ টাকা, বস্টনে ৭৯ হাজার ১৩ টাকা, কানাডার মন্ট্রিয়লে ৯০ হাজার ৯৫২ টাকা, দুবাইয়ে ৫৮ হাজার ৫৭২ টাকা, প্যারিসে ৬৩ হাজার ৬২৫ টাকা, রোমে ৬১ হাজার ১৩৬ টাকা এবং জেদ্দায় ৬৫ হাজার ৬০০ টাকা রিটার্ন ভাড়া ধরা হয়েছে।
টিকিটের সঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ। তারা জানায়, দুই বা দুইয়ের বেশি টিকিট কাটলেই কেবল ছাড় মিলবে। তবে দুই ঈদ, বিভিন্ন উৎসবসহ ব্ল্যাকআউটের সময়গুলোতে অফারের টিকিট পাওয়া যাবে না।
এআর/জেডএস