ইউএস-বাংলা এয়ারলাইন্সে ইবিএল কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা
অভ্যন্তরীণ গন্তব্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের ভাড়ার ওপর বিশেষ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) কার্ডধারীরা। বুধবার ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন, ইবিএল লায়াবিলিটি অ্যান্ড ওয়েলস ম্যানেজমেন্ট প্রধান সৈয়দ জুলকার নায়েন এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মাইনুল হক।
এসআই/আরএইচ