চট্টগ্রাম চ্যালেঞ্জারসের ট্রাভেল পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স
আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জারস-এর এয়ারলাইন পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জারসের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
ইউএস-বাংলা গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার লে. জে. মো. মাইনুল ইসলাম (অব.) ও চট্টগ্রাম চ্যালেঞ্জারসের চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম ও চট্টগ্রাম চ্যালেঞ্জারসের জন এস. মুন্সিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে এবং বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগকে জনপ্রিয় করার প্রত্যাশা থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স চলতি প্রিমিয়ার লিগে চট্টগ্রাম চ্যালেঞ্জারসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
এমএসি/এইচকে