৬ জানুয়ারি থেকে ফ্লাইট চালু করছে থাই এয়ারওয়েজ
আগামী ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ঢাকা-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালু করছে থাই এয়ারওয়েজ। সম্প্রতি এই ঘোষণা দেয় সংস্থাটি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই রুটে প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে।
থাই এয়ারওয়েজ জানায়, সপ্তাহের একমাত্র ফ্লাইটটি প্রতি বৃহস্পতিবার পরিচালিত হবে। এদিন ফ্লাইটটি রাত ১টা ৪০ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে স্থানীয় সময় ৫টা ১০ মিনিটে ব্যাংকক পৌঁছাবে। এছাড়াও ব্যাংকক থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে রওনা হয়ে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ঢাকা অবতরণ করবে।
বিজ্ঞাপন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২১ সালের মার্চ থেকে এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। দীর্ঘদিন পর এই রুটে চালু হচ্ছে ফ্লাইট।
থাই সরকারের সর্বশেষ ভ্রমণ নির্দেশনা (ডিসেম্বর ২২) অনুযায়ী, বাংলাদেশ থেকে দেশটিতে প্রবেশ করা যেকোনো ব্যক্তিকে ৭ থেকে ১০ দিনের জন্য নির্দিষ্ট হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে যারা ব্যাংককে প্রবেশ না করে সরাসরি ফুকেট যাবেন তাদের কোয়ারেন্টাইন লাগবে না। ফুকেটে নেমে একবার করোনা পরীক্ষা করতে হবে। নেগেটিভ ফলাফল পাওয়ার পরই যাত্রীরা হোটেল থেকে বের হতে পারবেন।
এআর/এমএইচএস